ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকার শেরে বাংলা নগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি খেলার মাঠ থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-২ এর সদস্যরা।
রোববার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মাঠটির এক কোণায় পড়ে থাকা ককটেলগুলো র্যার গিয়ে উদ্ধার করে।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহমেদ বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫