কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট ও জেলা আওয়ামী লীগ।
রোববার দুপুর ১২টার দিকে পোস্ট অফিস পাড়ার কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদক আমজাদ হোসেন ও নাসিম পারভেজ তারা প্রমুখ।
অপরদিকে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
বোরবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিরটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, আক্তারুজ্জামান মণ্ডল, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, এস এম ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫