ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যা-নাশকতার আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
হত্যা-নাশকতার আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, পেট্রোল-বোমার নাশকতা, মানবাধিকার লঙ্ঘনসহ সব ধরনের সহিংসতায় জড়িতদের শনাক্ত ও বিচার করার দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সেই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



রোববার (০১ মার্চ) জোটের পক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি ও আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের সব পর্যায়ে ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে এসেছি। শাসক শ্রেণিই গণআন্দোলনকে কলুষিত করে ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি কর্মকাণ্ড’ হিসেবে রূপদানের কুৎসিত অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, সরকারি দলের ‘সন্ত্রাসীরা’ পেট্রোল-বোমাসহ সব ধরনের নাশকতা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
 
বিবৃতিতে তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী পেট্রোল-বোমা, আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ ধরা পড়লেও সরকারি নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপিসহ ২০ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মীকে বাসা থেকে গ্রেফতার করে পেট্রোল-বোমাবাজ সাজানো হচ্ছে। নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় জঘন্য কায়দায় তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।