ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

করিমগঞ্জে হরতালবিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
করিমগঞ্জে হরতালবিরোধী মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নাশকতার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এরশাদ উদ্দিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল, রুস্তম আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাশেম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, সাধারণ সম্পাদক আবদুল জব্বার গোলাপ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।