ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে তল্লাশির নির্দেশ আদালতের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
খালেদার কার্যালয়ে তল্লাশির নির্দেশ আদালতের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

রোববার (১ মার্চ) বিস্ফোরক আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় গুলশান থানা পুলিশকে এ নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামানের আদালত।



মামলাটির (নম্বর: ২৫ (২) ১৫) আসামি খালেদা জিয়াসহ ১৪ জন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে ও হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দু’দফা ককটেল হামলায় আহত হন ৬ জন। এ ঘটনায় ওই দিন রাতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।
 
প্রধান ও হুকুমের আসামি খালেদা ছাড়া অন্য ১৩ জন আসামি হচ্ছেন: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হুমায়ুন কবির, এমএ কাইয়ুম, দেওয়ান সালাউদ্দিন, মোস্তফা, মামুন ও মানিক।

মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ফিরোজ কবির আদালতে তল্লাশির আবেদন জানান। তিনি শুনানিতে বলেন, খালেদা জিয়াসহ মামলাটির অন্য আসামিরা কার্যালয়টিতে পালিয়ে আছেন। নাশকতার কাজে ব্যবহার হতে পারে এ ধরনের বিস্ফোরক বা অন্যসব দ্রব্য সেখানে মজুদ থাকতে পারে। এজন্য কার্যালয়টিতে তল্লাশি করা প্রয়োজন।

তল্লাশি পরোয়ানার প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ জজ আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা ও সিএমএম আদালতের দেওয়া তল্লাশি পরোয়ানা একই সূত্রে গাঁথা। এটি স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি নগ্ন হস্তক্ষেপ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, লুকোচুরি করে আদালতের তল্লাশি পরোয়ানা জারি করা আইনের বিধানের পরিপন্থি।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

** খালেদার বাসা থেকে পুলিশ প্রহরা প্রত্যাহার
** তল্লাশিতে উপস্থিত থাকতে চান খালেদার আইনজীবীরা
** বিএনপির যুব আইনজীবীদের উদ্বেগ
** ‘খালেদাকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় তল্লাশির নির্দেশ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।