ঢাকা: লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
পাশাপাশি মূল হত্যাকারীদের চিহ্নিত করার আগেই হত্যার দায় ইসলাম ও মুসলমানদের উপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
রোববার (০১ মার্চ) বিকেলে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামী এ প্রতিবাদ ও গ্রেফতারের দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আনসারুল্লাহ বাংলাটিম নামে কথিত ভূঁইফোড় একটি সংগঠনের অভিজিৎ হত্যার দায় স্বীকারের দাবির সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত না করে এবং হত্যা তদন্তের রিপোর্ট প্রকাশের আগেই ইসলাম ও মুসলমানদের উপর ঢালাওভাবে দোষারোপ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ষড়ষন্ত্র।
প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারলে এ হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের গুজব ও ধোঁয়াশা তৈরি হতে থাকবে বলেও তারা মন্তব্য করেন।
গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অভিজিৎ নিহত হন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫