ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
গাজীপুরে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় এক যুবলীগ নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।



রোববার (১ মার্চ) দুপুরে কালিয়াকৈরের কাঠুরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠুরিয়াচালা এলাকার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত মালের ব্যবসা করে আসছিলেন মৌচাক ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ লিটন ওরফে লিটন সরকার।

সেখানে মাস খানেক যাবৎ একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন এবং তার সমর্থকরাও ব্যবসা শুরু করে।

রোববার আরিফ হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা পরিত্যক্ত মাল কারখানা থেকে বের করতে গেলে লিটন সরকার ও তার লোকজন বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

এ সময় কারখানার সামনে রাস্তায় রাখা লিটন সরকারের মোটরসাইকেলে (ঢাকা মেট্টো-হ-৩৫-৫১১৭) আগুন দিয়ে ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলের আগুন নেভায়।

এ ঘটনায় আহত রিপন নামের একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনের পরিচয় তাৎক্ষিণভাবে জানা যায়নি।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের সময় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।