রাঙামাটি: রাঙামাটিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশের ব্যারিকেডের মধ্যেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রোববার (১ মার্চ) বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি জহির আহম্মদ, জেলা যুবদলের সভাপতি সাইফুল আলম শাকিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেফতার এবং মামলা-হামলার ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। দেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫