ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে মিছিল থেকে বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
রায়গঞ্জে মিছিল থেকে বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের মিছিল থেকে বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেনকে (৪৫) আটক করে পুলিশ।



স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রায়গঞ্জ উপজেলার পুরান চৌরাস্তা থেকে একটি মিছিল নিয়ে ধানগড়া বাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে  মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ওই নেতাকে আটক করা হয়।
 
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলম জাহিদ, উপজেলা জামায়াতের আমির আলিম মর্তুজা, সেক্রেটারি নুরজ্জামান ও পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হক তামান্না প্রমুখ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে বিকেল ৩টায় সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের ভোলার বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

মিছিলে নেতৃত্ব দেয় সলঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সেলিম এলাহী, ছাত্রদল নেতা, আব্দুল খালেক, মোস্তফা, হিরোন, শাওন ও মুন্না।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।