ফেনী: নাশকতার আশঙ্কায় ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে (২৬) গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (০১ মার্চ) বিকেল ৪টার দিকে ফেনী আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, অবরোধ-হরতালে নাশকতাসহ তার বিরুদ্ধে ফুলগাজী থানায় চারটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫