ঢাকা: রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের রাস্তায় শিকড় পরিবহনের এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
তবে এ ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।
রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫