ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবির এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ঢাবির এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হলের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।



এফ রহমান হলের শিক্ষার্থী আরিফ আহমেদ জানান, রোববার সন্ধ্যায় হলের সামনের রাস্তায় হঠা‍ৎ করে পরপর দু’টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে এ ঘটনায় কেই হতাহত হননি।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।