ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হলের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এফ রহমান হলের শিক্ষার্থী আরিফ আহমেদ জানান, রোববার সন্ধ্যায় হলের সামনের রাস্তায় হঠাৎ করে পরপর দু’টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে এ ঘটনায় কেই হতাহত হননি।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫