লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক ও দুই লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১ মার্চ) বিকেল ৩টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এদিকে, ট্রাক ও লেগুনায় আগুনের ঘটনায় উত্তেজিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিন বলেন, অগ্নিসংযোগের সঙ্গে তারা জড়িত নয়। অথচ পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা চরজাঙ্গালীয়া গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ট্রাক ও লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচ জনকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে তিনি বলেন, ডিবি পুলিশ জড়িতদের ধরতে ওইসব বাড়িতে অভিযান চালায়।
এরআগে দুপুরে কমলনগরে হাফেজিয়া মাদ্রাসা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনা আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি পিকআপভ্যান ভাঙচুর করে।
এছাড়া একই সময়ে হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় আরো একটি যাত্রীবাহী লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫