ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
কমলনগরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক ও দুই লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১ মার্চ) বিকেল ৩টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, ট্রাক ও লেগুনায় আগুনের ঘটনায় উত্তেজিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিন বলেন, অগ্নিসংযোগের সঙ্গে তারা জড়িত নয়। অথচ পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা চরজাঙ্গালীয়া গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ট্রাক ও লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচ জনকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে তিনি বলেন, ডিবি পুলিশ জড়িতদের ধরতে ওইসব বাড়িতে অভিযান চালায়।

এরআগে দুপুরে কমলনগরে হাফেজিয়া মাদ্রাসা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনা আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি পিকআপভ্যান ভাঙচুর করে।

এছাড়া একই সময়ে হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় আরো একটি যাত্রীবাহী লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।