ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে আদালত তল্লাশির নির্দেশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে দেশের বিরাজমান পরিস্থিতি আরো সংকটে ফেলবে। এতে গণতন্ত্র ও মানবাধিকার ভুলুন্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার (১ মার্চ) বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় খালেদার ওই রাজনৈতিক কার্যালয় তল্লাশি করতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামানের আদালত।
মামলাটির (নম্বর: ২৫ (২) ১৫) আসামি খালেদা জিয়াসহ ১৪ জন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে ও হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সমন্বয় পরিষদের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দু’দফা ককটেল হামলায় আহত হন ৬ জন।
এ ঘটনায় ওইদিন রাতে এ মামলাটি দায়ের করেন ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।
প্রধান ও হুকুমের আসামি খালেদা ছাড়া অন্য ১৩ জন আসামি হচ্ছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হুমায়ুন কবির, এমএ কাইয়ুম, দেওয়ান সালাউদ্দিন, মোস্তফা, মামুন ও মানিক।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫