ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

এমন সহিংস আন্দোলন আগে কখনো হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
এমন সহিংস আন্দোলন আগে কখনো হয়নি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন এমন সহিংস আন্দোলন আগে কখনো হয়নি। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা ছিল তা সফল হয়েছে।

যেখানে জনগণ নেই তা বিফল হয়েছে।

সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষে রোববার (১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বহু গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। ১৯৫২, ৬৬, ৭১, ৯০, ৯৬ সালের আন্দোলনগুলোতে জনগণের সম্পৃক্ততা ছিল। বর্তমানে যে আন্দোলন অবিরামভাবে চলছে, তাতে জনগণের অংশগ্রহণ নেই। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে।
 
তিনি বলেন, কেউ যদি ভাবে বোমা মেরে হাসিনা সরকারের পতন ঘটাবে, তা ভুল ধারণা। এ আন্দোলনে মানুষ মাঠে নামেনি। সন্ত্রাস করে কোনো সরকারকে উৎখাত করা যায় না।

তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য মান্না সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলেছেন, হল দখল করার কথা বলেছেন, তার শাস্তি হবে।

তিনি শ্রমিক-মালিক ও পরিবহন নেতাকর্মীদের উদ্দেশে  বলেন, আপনারা নিশ্চিন্তে যানবাহন চালান। পুলিশ, বিজিবি, র‌্যাব ও জেলা প্রশাসন আপনাদের সহায়তা করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সদরের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, ১০ বিজিবির সিও কর্নেল রহমান, পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।

‍এছাড়া চাদঁপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবহন শ্রমিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।