ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর নিউমার্কেটে ককটেল, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
রাজধানীর নিউমার্কেটে ককটেল, আহত ৪ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

রোববার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেটের ৪নং গেইটের পাশে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, এশিয়ান ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী আসাদুজ্জামান খান রনি (২৭), বেরসরকারি চাকরিজীবী রাফিউল ইসলাম (২৭) এবং নিউমার্কেট এলাকায় দুই কাপড় বিক্রেতা শহীদ (২৫) ও কামাল (৩০)।

এসময় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

আহত রনি বলেন, আমি ও আমার বন্ধু রাফিউল ৪নং গেইটের পাশে একটি শরবতের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। এসময় দুর্বৃত্তদের ছোড়া দু’টি ককটেল বিস্ফোরণে আমরা আহত হই। একই ঘটনায় শহীদ ও কামাল আহত হন।

প্রত্যেকের শরীরের নানা জায়গায় স্প্লিন্টারের আঘাত লেগেছে বলে জানান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।