ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

অভিজিৎ হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
অভিজিৎ হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেন্টাম দিয়েছে তিনটি বাম সংগঠন।

রোববার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা নেতারা মানববন্ধনে এ আল্টিমেটাম দেন।



বক্তারা অভিযোগ করেন, অভিজিৎ হত্যার পর সরকারের মন্ত্রীরা বক্তব্যের মাধ্যমে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

মর্মান্তিক এ হত্যাকাণ্ডের হত্যাকারীদের গ্রেফতার না করে সরকার রাজনৈতিক খেলায় মেতেছে। আর কত হত্যা হলে সরকার ব্যবস্থা নেবে জানতে চান বক্তারা।

বক্তারা বলেন, অতীতে ব্লগার, লেখক হত্যার বিচার না হওয়ায় হত্যাকারীরা এমন হত্যাকাণ্ড ঘটাতে উৎসাহ পেয়েছে।

সরকারের সমালোচনা করে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে কেউ হুমকি দিলে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়।

ব্লগারকে হুমকি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করে খুনিরা উল্লাস করে স্বীকারোক্তি দিয়েছে তারপরও সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

রাজনীতির নামে পেট্রোল বোমার রাজনীতির সমালোচনা করে বক্তারা বলেন, একটি মৌলবাদী, ধর্মান্ধ গোষ্ঠী পেট্রোল বোমায় মানুষ মেরে রাজনীতি করতে চায়।

পুলিশের সমালোচনা করে বক্তারা বলেন, হত্যার তিনদিন পরও পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা।

হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।

বক্তারা জানমাল রক্ষা ও অধিকার আদায়ে হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণকে আহ্বান জানান।

 মানববন্ধনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মোশরেফা মিশু, মারুফ নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।