ময়মনসিংহ: অবৈধ সরকার প্রধানের জন্য চরম মুহূর্ত অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, ‘অবৈধ ভোটারবিহীন সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিন মিছিল করার কথা থাকলেও দলীয় অফিসের দু’দিক থেকে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করায় সেখানে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমীন, বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা মাহাবুবুল আলম মাহাবুব, রতন আকন্দ, যুবদল নেতা জগলুল হায়দার, ছাত্রদল নেতা জিএস মাহাবুব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘন্টা, মার্চ ০১, ২০১৫