ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতন সময়ের ব্যাপার মাত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সরকার পতন সময়ের ব্যাপার মাত্র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অবৈধ সরকার প্রধানের জন্য চরম মুহূর্ত অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি  বলেন, ‘অবৈধ ভোটারবিহীন সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র।

৯০’র আদলে জিয়ার সৈনিকরাই তাকে গদি থেকে উচ্ছেদ করবে। ’

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এদিন মিছিল করার কথা থাকলেও দলীয় অফিসের দু’দিক থেকে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করায় সেখানে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমীন, বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা মাহাবুবুল আলম মাহাবুব, রতন আকন্দ, যুবদল নেতা জগলুল হায়দার, ছাত্রদল নেতা জিএস মাহাবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘন্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।