ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ধানমণ্ডিতে ৬ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ধানমণ্ডিতে ৬ ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা হরতাল চলাকালে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে ৫/৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাত ৮টার দিকে ধানমন্ডি ৭ নম্বর ব্রিজের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় ওই এলাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়। লোকজন ভীত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে।

তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।