চাঁদপুর: চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী জাহেদ হোসেনের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।
সড়ক ও জনপদ বিভাগের পাহারাদার শরিয়ত উল্যাহ বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা সড়ক ভবনের সামনে পরপর দুই ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাসস্ট্যান্ড লাগোয়া সড়ক ভবনের ভেতরে ঢুকে আমাকে আটকে রাখে।
এরপর গ্রাউন্ড ফ্লোরে পার্ক করে রাখা নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেনের সরকারি পাজেরো গাড়ির জানালার কাঁচ ভেঙে ভেতরে কেরোসিন ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পরে এখানকার কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন।
নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বাংলানিউজকে জানান, গাড়িটিতে সিলিন্ডার ভর্তি গ্যাস ছিল। নিজেদের আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫