ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
রাজধানীতে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় এক ছাত্র এবং ছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (১ মার্চ) বিকেলে ঘটনা দুটি ঘটে।



মিরপুর শেওড়া পাড়া এলাকায় পঞ্চম তলার একটি বাসায় জাকিয়া আক্তার (১৯) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক সরদার নিজামুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টায় পশ্চিম শেওড়া পাড়া এলাকার ওই বাড়ির দরজা ভেঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় জাকিয়া নামের তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানান, পঞ্চম তলার ফ্ল্যাটে জাকিয়াসহ পাঁচ ছাত্রী থাকতো। সকালে চারজন যে যার শিক্ষাঙ্গনে চলে যায়। জাকিয়া শরীর খারাপের কথা বলে রুমেই থেকে যান। পরে তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জাকিয়া জাপান বাংলাদেশ নার্স ইনস্টিটিউট এর প্রথম বর্ষের ছাত্রী ছিল। নরসিংদীর সদর থানার বাসিন্দা আব্দুল কাদেরের মেয়ে সে।
 
জাকিয়‍ার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় এগারো বছর বয়সী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

তার পিতার নাম আব্দুস সবহান। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জনির বাবা আব্দুস সবহান বাংলানিউজকে জানান, জনি পড়াশোনায় অমনোযোগী ছিল। ওর মা পড়াশোনা নিয়ে বকাঝকা করতো।

মায়ের উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

জনি ঢামেক জরুরি বিভাগে বিকেল সাড়ে ৫টায় দিকে মারা যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ জনির মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।