ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ট্রাকে আগুন, অটোরিকশা ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বগুড়ায় ট্রাকে আগুন, অটোরিকশা ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল জামতলা এলাকায় ট্রাকে আগুন এবং সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার (০১ মার্চ) দুপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলাকালে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মুখোশ পরা কয়েকজন লোক বালুবাহী একটি ট্রাক (বগুড়া-ট-১১-৫২০৮) থামিয়ে পেট্রোল বোমা ছুড়ে মারলে চালক গাড়ি থেকে নেমে যায়। এসময় দুর্বৃত্তরা পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটো রিকশা ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ‍ুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।