ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

অভয়নগরে বিএনপি-জামায়াতের ৯৬ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
অভয়নগরে বিএনপি-জামায়াতের ৯৬ জনের নামে মামলা

যশোর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীসহ বিএনপি-জামায়াতের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান বাদী হয়ে রোববার বিকেলে এ মামলা করেন।



শনিবার রাতে যশোরের নওয়াপাড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনায় এ মামলা করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে, এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সন্ধ্যায় আদালতে পাঠানো হয়।

অন্যরা হলেন, অভয়নগরের একতারপুর গ্রামের মৃত মোবারক শিকদারের ছেলে রমজান হোসেন (৩৮), ধোপাদী গ্রামের বাছের আলী দফাদারের দুই ছেলে জিয়াউর রহমান (৩৫) ও রেজাউল ইসলাম (৩৮) এবং গুয়াখোলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সিরু (৩৮)।

গত শনিবার রাতে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে  যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেতার কেন্দ্রের সামনে পেট্রোলবোমা ও ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে তিনজন আহত হয়।

আহতদের মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার পঞ্চু গ্রামের নারায়ণ গাইনের ছেলে বিজন গাইন (২৫) হাসপাতালে মারা যায়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।