ঢাকা: রাজধানীর জজ কোর্টের সামনে ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
তবে এ সময় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মহানগর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।
আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে নিয়ন্ত্রণ কক্ষ জানায়।
এদিকে, প্রায় একই সময়ে কারওয়ান বাজার এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। এ ঘটনায়ও তাৎক্ষিণকভাবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
** বনশ্রীতে যাত্রীবাহী বাসে আগুন
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫