ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সিলেটের বিয়ানীবাজারে যাত্রীবাহী বাসে আগুন

সিলেট: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (০১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ থেকে ৭টি মোটরসাইকেলে দুবৃর্ত্তরা সিলেট-জ‍াকিগঞ্জ সড়কের জিরো পয়েন্ট এলাকায় রাস্তা বেরিকেড দিয়ে বাস ও ট্রাক আটকায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এর মধ্যে যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০২৮৭) থেকে যাত্রীদের নামিয়ে পেট্টোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। চলে যাওয়ার সময় আরেকটি ট্রাকে আগুন ধরায় তারা।

পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিয়ানীবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, যে জায়গায় আগুন দেওয়া হয়েছে, এর পাশেই জামায়াত নেতা মাহতাব মুল্লা ও দেলোয়ার হোসেনের বাড়ি। যে কারণে আগুন লাগানোর পেছনে তাদেরও হাত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।