ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জ আ’লীগের সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বকশীগঞ্জ আ’লীগের সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক  বিজয় নুর মোহাম্মদ ও সাইফুল ইসলাম বিজয়

জামালপুর: দীর্ঘ এক যুগ পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে নুর মোহাম্মদ ও সাইফুল ইসলাম বিজয় ।



রোববার (১ মার্চ) বিকেল ৩টায় শুরু হয়ে সম্মেলন চলে রাত ৮টা পর্যন্ত।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল,  পাট ও বস্ত্রমন্ত্রী মীর্জা আজম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান সানা ।

সম্মেলনে সভাপতি পদে নুর মোহাম্মদ চেয়ার প্রতীকে ও আবুল কালাম আজাদ মেডিসিন হ্যারিকেন প্রতীক এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম বিজয় ফুটবল প্রতীকে, আবু জাফর ছাতা প্রতীকে  ও নুরুজ্জামান মই প্রতীকে অংশ নেন।

এরআগে গত ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।