রংপুর: আদালত খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির আদেশ দেওয়ার পরে নাশকতার আশঙ্কায় রংপুরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। মহানগরীসহ ৮ উপজেলায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
রোববার (০১ মার্চ) রাতে রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সন্ধ্যা থেকেই পুলিশের পাশাপাশি রংপুর-ঢাকা, রংপুর-দিনাজপুর ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কগুলোতে র্যাব, বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত মহাসড়গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫