ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পাকিস্তানিদের মতো একই কায়দায় এগোচ্ছেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
পাকিস্তানিদের মতো একই কায়দায় এগোচ্ছেন খালেদা ছবি : রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘এদেশের মাটি দরকার, মানুষ দরকার নাই’ পাকিস্তানিদের মতো একই কায়দায় এগোচ্ছেন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (১ মার্চ) জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



‘মানব বিনাশী দানব প্রতিরোধে: জাগো স্বদেশ’ শিরোনামে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে ‘আমরা সূর্যমুখী নামে একটি সংগঠন।
আলোচনা সভার প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী  ‘মানুষ নয়, মাটি দরকার’ বলে এদেশের মানুষের ওপর হামলা চালিয়েছিল। আজ খালেদা জিয়া একই কায়দায় এগোচ্ছেন।

আজ ২০ দলীয় জোটের পাকিস্তানের প্রেতাত্মারা দেশের সাধারণ মানুষকে হত্যা করে মানব বিনাশী দানব হিসেবে আবির্ভূত হয়েছে বলেও উল্লেখ করন তিনি।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন যেমনিভাবে তাদের জবাব দিয়েছিলাম। এদেশ থেকে পাকিস্তানিদের বিতাড়িত করেছিলাম। আজও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই পাকিস্তানি প্রেতাত্মাদের রাজনৈতিকভাবে বিতাড়িত করবো।
 
মন্ত্রী বলেন,  মার্চে শুরু থেকেই বাঙালি পাকিস্তানের পতাকা পোড়াতে শুরু করেছিল। ৬ দফা দিয়ে বঙ্গবন্ধু আমাদের প্রস্তুত করেছিলেন। সে সময়ে আমরা ‘বীর বাঙালি অস্ত্র ধর, সোনার বাংলা কায়েম কর’, ‘তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব’ বিভিন্ন স্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা পোড়ানো শুরু করি।

ছয় দফাকে স্বাধীনতার মুল চাবিকাঠি উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু তার বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র পতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, অর্থের বিনিময়ে বুদ্ধিজীবীরা কথা বলেন। অর্থের বিনিময়ে বুদ্ধি দেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জনগণের আস্থা নাই’- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে টুকু বলেন, তার (এমাজউদ্দিন) আস্থা তারেকের ওপর। এসব বুদ্ধিজীবীরা তারেক জিয়া ও খালেদা জিয়ার বুদ্ধিতে বুদ্ধি দেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাথা। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করলেই বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়।

তিনি বলেন, বর্তমান ২০ দলীয় জোট বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাজনীতির নামে পেট্রোল বোমা দিয়ে ঘুমন্ত বাস যাত্রীদের পুড়িয়ে মারার নজির পৃথিবীর কোথাও নেই।

তিনি বলেন, যুদ্ধপরাধী, মানবতাবিরোধীদের রক্ষা করতেই দেশব্যাপী এই সহিংস আন্দোলন চালানো হচ্ছে।

এভাবে সহিংস আন্দোলন দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন মানে এই নয় যে, ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা করে আন্দোলন চাঙ্গা করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন আন্দোলনের কথা আমরা এর আগে কখনো শুনিনি।

অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবি কাজী রোজী এমপি, সাবেক পররাষ্ট্র পতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, তেজঁগাও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা চৌধুরী মালা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর  আফজাল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।