ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ট্রাকে আগুন, হেলপার আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সিলেটে ট্রাকে আগুন, হেলপার আহত

সিলেট: সিলেটে এক ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। রোববার (১মার্চ) নগরীর দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকায় এ ঘটনা ঘটে।



দুবৃর্ত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে আহত হয়েছেন ট্রাকের হেলপার সাবুল মিয় (২৮)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কের কাইস্তরাইল আল নুর কমিউনিটি সেন্টারের সামনের সড়কে ট্রাকে পেট্রোল বোমা ছোঁড়ে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় চালক কোনোমতে প্রাণে রক্ষা পেলেও হেলপার সাবুল মিয়ার মুখমণ্ডল ও বাম হাত পুড়ে যায়।

সিলেটের ওসসমানীনগর উপজেলার মোজাম্মেল আলীর ছেলে আহত ট্রাক হেলপার সাবুল মিয়া বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তবে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করেছিলো পারেনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।