বগুড়া: বিএনপিসহ-২০ দলীয় জোটের লাগাতার ৭২ ঘণ্টার হরতাল চলাকালে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানীতে একটি দূরপাল্লার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
তবে ওই বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
রোববার (১ মার্চ) রাতে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে নওগাঁগামী টি আর ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৭৪) বগুড়া শহরের বনানী হয়ে যাওয়ার পথে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল ও অবরোধ সমর্থকরা।
এ সময় গাড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাসটির বেশির ভাগ অংশ ভষ্মীভূত হয় যায় বলে জানান ওসি আব্দুল মান্নান।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫