যশোর: যশোর শহরের দড়াটানায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (০১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, হরতাল-অবরোধের মধ্যেও কোলাহল মুখর শহরে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দড়াটানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫