গাজীপুর: গাজীপুর নারী শিশু আদালতের সরকারি আইনজীবী (স্পেশাল পিপি) মো. শাহজাহানের বাসায় হামলা ও ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
তবে হামলার সময় আইনজীবী বাসায় ছিলেন না বলে জানা গেছে। এ সময় চেম্বারের ছিলেন।
রাত সোয়া ১১টায় টঙ্গী থানায় জিডি করতে এসে গাজীপুর নারী ও শিশু আদালতের সরকারি আইনজীবী (স্পোশাল পিপি) অ্যাডভোকেট মো. শাহজাহান
সাংবাদিকদের নিকট ওই অভিযোগ করেন।
শাহজাহান বলেন, আমি টঙ্গী বাজারে আমার চেম্বারে ছিলাম। সন্ধ্যার পর আমার বাসায় একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা ও ভাংচুর চালায়। ইট পাটকেল নিক্ষেপ
করে তারা বাসার ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। দুর্বৃত্তরা বাসায় খুঁজাখুজি করে আমাকে না পেয়ে চলে যায়।
শাহজাহানের অভিযোগ, জামায়াত-শিবিরের ক্যাডাররা তাকে হত্যা করার জন্য ওই হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ। তিনি ও তার পরিবারের নিরাপত্তা ও সংঘটিত অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় ডায়েরী করতে এসেছেন বলে জানান।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫