ঢাকা: জনগণ হরতাল-অবরোধ না মানলেও আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে খালেদা জিয়া টানা কর্মসূচি দিচ্ছেন আর নাশকতা করছেন। তবে পৃথিবীর কোনো দেশে জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা টিকে না।
রোববার (০১ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনের নতুন রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের সাম্যবাদী দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, যে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন- যে তার আমলে বাংলাদেশে জঙ্গি নির্মূল হয়েছে। ঠিক সেই সময় লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হলো। অভিজিৎ ছিলেন একজন মুক্তমনের মানুষ। তারা তাকে হত্যার মাধ্যমে বিশ্বকে বোঝাতে চায় বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১৪ দলের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের চমৎকার অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ-চীন সময়ের পরীক্ষিত বন্ধু। শান্তি, নিরাপত্তা, দুইদেশের উন্নয়ন, গণতন্ত্র উন্নয়নে বাংলা-চীনের চমৎকার সম্পর্ক রয়েছে।
চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙ্গও দুই দেশের চলমান সুস্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের বন্ধুত্ব ও সম্পর্ক অনেক দিনের। এ সম্পর্ক আগামীতে আরও গভীর ও ঘনিষ্ট হবে।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫