ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে ২ বাস ও আ’লীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পঞ্চগড়ে ২ বাস ও আ’লীগ কার্যালয়ে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

পঞ্চগড়: পঞ্চগড়ে পার্কিং করা দু’টি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। টহলরত আনসার সদস্যরা আওয়ামী লীগ কার্যালয়ের একটি এবং স্থানীয়রা অপরটির আগুন নিয়ন্ত্রণে আনে।
 
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক বাংলানিউজকে জানান, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল ও জয় স্বাক্ষর নামে পার্কিং করা দু’টি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই  বাস দু’টির গ্লাসসহ ভেতরের কিছু অংশ পুড়ে যায়।
 
এর কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত দু’টি মোটরসাইকেলে এসে জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। এ সময় টহলরত আনসার সদস্যরা তাদের ধাওয়া দেয়। এছাড়া, আগুন নেভাতে গিয়ে আমিরুল হক (৪৮) ও জমিরুল ইসলাম (১৯) নামে দু’জন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন।
 
প্রায় একই সময় সদর উপজেলার টুনিরহাট বাজারে কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, সেখানে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয় নি বলে জানা গেছে।
 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিউল গণি এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।