ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

পুরান ঢাকার লক্ষীবাজারে শিবিরের তাণ্ডব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পুরান ঢাকার লক্ষীবাজারে শিবিরের তাণ্ডব

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার লক্ষীবাজারে ঝটিকা মিছিল করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্মীরা। এ সময় ৮/১০ টি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা।



সোমবার (২ মার্চ)  সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝটিকা মিছিল শেষে লাঠিসোঠা নিয়ে ২০/২৫ জন শিবিরকর্মীর একটি দল পাঁচটি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ দু’জনকে আটক করে বলেও জানা গেছে।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মোতাহার আলী বাংলানিউজকে জানান, সেখানে অভিযান পরিচালিত হচ্ছে। তবে আটকের সংবাদ এখনও পাইনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।