গাজীপুর: নাশকতার অভিযোগে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ মার্চ) বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ২০ দলীয় জোটের চলমান হরতালে গাজীপুরে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলায় নিরাপত্তা জোরদার রয়েছে।
সড়ক, রেল ও নৌপথে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫