ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে জনতা ব্যাংকের স্টাফবাসে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিন কর্মচারী।
সোমবার (২ মার্চ) সকালে যাত্রাবাড়ীর ডা. মাহবুবুর রহমান কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন আব্দুল লতিফ মিজি (৫০), আসাদ মিয়া (৫৫) এবং সুরেশ চন্দ্র (৪০)। তারা শরীরের বিভিন্ন স্থানে স্প্রিন্টারের আঘাত পান।
আহতদের সহকর্মী, অপর বাসযাত্রী শফিউল আলম ভুলু বাংলানিউজকে জানান, আমরা জনতা ব্যাংকের ১নং দিলকুশা, মতিঝিল শাখার কর্মচারী (এমএলএসএস)। সকালে অফিসে যাওয়ার পথে আমাদের বাসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫