বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার লাগাতার হরতাল চলাকালে সোমবার (০২ মার্চ) সকালে বগুড়ায় দুই যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবির ও বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের অদূরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর আগে সকাল ৬টার দিকে জেলা সদরের এরুলিয়া বাজার এলাকায় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকে (সিরাজগঞ্জ-ড ১১-০২৭৫) এবং বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপ (নওগা-ন-১১-১০১০) থামিয়ে পেট্রোল বোম ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বগুড়া জেলার গোয়েন্দা পুলিশ ইনচার্জ (ওসি/ডিবি) আমিরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান জানান, রোববার (০১ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (০২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ২ জন এবং বিএনপি’র ৮ জনসহ মোট ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫