বাগেরহাট: নাশকতার অভিযোগে বাগেরহাটে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীররাত থেকে সোমবার (০২ মার্চ) সকাল পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজম আলী মোল্লা (৪৩), জামায়াতের পৌর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৫৩), জামায়াত কর্মী শেখ মোজাম্মেল হোসেন (২৭), বিএনপি কর্মী মোশারেফ হোসেন মুসা (৪৯) ও আবুল কালাম শেখ (৩৪)। এদের বাড়ি শহরসহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
সোমবার দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে বাগেরহাট শহরসহ আশপাশের এলাকায় নাশকতা ও সহিংসতা চালানোর অভিযোগে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫