ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী তরিকুলের জামিন

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

ঢাকা: দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন তার জামিন মঞ্জুর করেন।



তরিকুল ইসলামের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, তরিকুল ইসলাম গত ২০ এপ্রিল হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাকে ছয় মাসের জামিন দেন। এ সময়ের মধ্যে তাকে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।

১৩ জুলাই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তরিকুল। আদালত তার জামিন বহাল রেখে ২৬ জুলাই পূর্ণাঙ্গ জামিন শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, মতায় থাকাকালে তিন কোটি ২১ ল ৪২ হাজার ৬১০ টাকা রাজস্ব তির অভিযোগে ২০০৮ সালের ১৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এসএম সাহিদুর রহমান মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।