ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দেশে নিষ্ঠুরতম গণতন্ত্র বিরাজ করছে: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
দেশে নিষ্ঠুরতম গণতন্ত্র বিরাজ করছে: মওদুদ

ঢাকা: বর্তমানে দেশে নিষ্ঠুরতম গণতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্রের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবে থিঙ্কার ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘আইনের শাসন ও গণতন্ত্রের ভবিষ্যৎ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফোরাম চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন বেঙ্গল, সাংবাদিক সাদেক খান, মোস্তফা কামাল মজুমদার, ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ।

মওদুদ বলেন, ‘দেশে এখন আইনের শাসনের পরিবর্তে আওয়ামী শাসন চলছে। সরকার ’৭২ এর সংবিধানে ফিরে গিয়ে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তা এখনই তৈরি হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।