মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রফেসর ডা. এমএস আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছেন।
এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপিকে সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুকে দুই নম্বর সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কমিটি ঘোষণা করেন। ৭১ সদস্যর পূর্ণাঙ্গ জেলা কমিটি পরে গঠন করা হবে বলে কেন্দ্রীয় নেতারা জানান। ০
এর আগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- জাহাঙ্গীর করিব নানক এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজ্জাম্মেল হক এমপি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫