ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বোমাবাজির দায়ে খালেদার বিচার করবে জনগণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বোমাবাজির দায়ে খালেদার বিচার করবে জনগণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা : বোমাবাজির দায়ে জনগণ খালেদা জিয়ার বিচার করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
 
তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের খুনিদের বিচার হচ্ছে।

এ বিচারের মতো পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে অচিরেই বিচারের আওতায় আনা হবে।   
 
রোববার (০৮ মার্চ) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।  
 
হানিফ বলেন, তালেবান-আইএসের সঙ্গে যেমন কেউ আলোচনা করে না। তেমনি বোমাবাজ-জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হবে না।
 
তিনি আরও বলেন, খালেদা জিয়া হরতাল ডেকে ঘরে বসে থাকেন। দেশের মানুষ সে হরতাল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে।

জন-সমর্থনহীন এ হরতাল বোমা মেরে সফল করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।