মাগুরা : বোমাবাজির দায়ে জনগণ খালেদা জিয়ার বিচার করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের খুনিদের বিচার হচ্ছে।
রোববার (০৮ মার্চ) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, তালেবান-আইএসের সঙ্গে যেমন কেউ আলোচনা করে না। তেমনি বোমাবাজ-জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হবে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া হরতাল ডেকে ঘরে বসে থাকেন। দেশের মানুষ সে হরতাল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে।
জন-সমর্থনহীন এ হরতাল বোমা মেরে সফল করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫