ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
রোববার (০৮ মার্চ) রাজধানীর নিউ মার্কেট, বিমান বন্দর, রামপুরা, যাত্রাবাড়ি এবং পল্লবীতে মিছিল বের করা হয়।
একইদিন দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় বিমানবন্দর এলাকায় ইসহাক সরকরের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল বের করে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল।
এর আগে সকাল ৯টায় নিউ মার্কেট এলাকায় মো. হাসান মৃধা, বাবুল, জাহাঙ্গীর ও জহিরুল ইসলামের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল বের করে নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও রামপুরা, যাত্রাবাড়ি ও পল্লবীসহ বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনে মিছিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫