সিরাজগঞ্জ: নাশকতায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক বিএনপি-জামায়াতের কর্মীরা হলেন- উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল, বড়হর গ্রামের আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে আকুল হোসেন, ভূতগাছা গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক ও বালসাবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম শহিদুল।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫