ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্কুলভ্যান লক্ষ্য করে ককটেল, বাঁচতে গিয়ে শিশু বিদ্যুৎস্পৃষ্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
স্কুলভ্যান লক্ষ্য করে ককটেল, বাঁচতে গিয়ে শিশু বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা: চাঁদপুরে শিক্ষার্থী বহনকারী একটি স্কুল ভ্যান লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। ককটেল থেকে বাঁচতে গিয়ে সাত বছরের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।



শনিবার দুপুরে (৮ মার্চ) জেলার হাইনপুর এলাকায় এ ঘটনা ঘটলেও শিশুটিকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। আহত ছাত্রের নাম আরিফুল হক তানজিব। তার পিতার নাম মো: আখতারুজ্জামান। তাদের বাড়ি জেলার হাইমপুর আগলি বাজার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামে।

শিশুটির বাবা জানান, তার ছেলে স্থানীয় আদর্শ শিশু নিকেতন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। তখন পথিমধ্যে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, ককটেলের বিকট শব্দে সাত বছরের ছেলে তানজিব ভয়ে দ্রুত ভ্যান থেকে লাফিয়ে পড়ে পাশের নির্মাণাধীন একটি ভবনে আশ্রয় নেয়। ভবনের ফ্লোরে পানি জমে ছিল। সে পানি কোনোভাবে বিদ্যুৎতায়িত হয়েছিল। অসাবধনতাবশত তানজিব পানিতে পা রাখলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ডাক্তার জানিয়েছে, তানজিবের শরীর ১৩ ভাগ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।