ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত গণঅবরোধ ও হরতাল কর্র্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
রবিবার (৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগরীসহ সারাদেশে গণগ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে, এমন অভিযোগ করে অবিলম্বে গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও তিনি আহ্বান জানান ।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৮,২০১৫
।