পাবনা: পাবনা সদর থানা চত্বরে ২টি ও শহরের আব্দুল হামিদ সড়কে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যায় পাবনা সদর থানা চত্বরে ২টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এছাড়াও শহরের আব্দুল হামিদ সড়কের এ আর প্লাজা-রূপালী ব্যাংকের সামনে ১টি ও ইদারা মোড়ে আরও ১টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিক থানা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫