ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তালুকদার খোকনকে ‘গ্রেফতারে’র নিন্দা ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
তালুকদার খোকনকে ‘গ্রেফতারে’র নিন্দা ছাত্রদলের

ঢাকা: সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তা আইন-শৃঙ্খলা বাহিনী অস্বীকার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তারা দাবি করেন, ৬ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি দল তালুকদার খোকনকে আটক করে।

ছাত্রদল নেতারা বলেন, আটকের পর যোগাযোগ করা সত্ত্বেও পুলিশ তার আটকের কথা অস্বীকার করায় পরিবার ও দলের সবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশের এ ধরনের আচরণে জাতি আজ হতবাক।

তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সরকারের অনুগত দাবি করে তাদের উদ্দেশ্য বলেন, গুম-খুন-গ্রেফতার করে চলমান আন্দোলন সংগ্রাম থেকে ছাত্রদলকে বিরত রাখা যাবে না। ছাত্রদল এ সব রক্তচক্ষুকে ভয় পায় না।

ছাত্রদল নেতারা অবিলম্বে আনিসুর রহমান তালুকদার খোকনকে আদালতে হাজির করার আহ্বান জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।