ঢাকা: রাজধানীর আজিমপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মিঠু আহমেদ (২৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (০৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আজিমপুরের শাহসাব বাড়ি এলাকায় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণে আহত মিঠুর দুই হাত ও পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। তার স্ত্রী পিংকি আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
পিংকি বাংলানিউজকে বলেন, আমরা আজিমপুর রোড়ের লালবাগ এলাকায় থাকি। আমার স্বামী রাতে বাজার করতে বের হয়। এ সময় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটালে তার হাতে ও পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫